বিশদে জানুন

6/recent/ticker-posts

রথযাত্রার আগেই সৌভাগ্য ফিরে পেতে চলেছে এই চার রাশির জাতকেরা শুরু হতে চলেছে আপনার শুভ সময়- Pdb


Purohidarpan Book



শুভ রথযাত্রা আসতে আর বেশি দিন দেরি নেই। যেহেতু রথ একটি পূর্ণ তিথি সেই কারণে সূর্য মন্ডলের উপর দিয়ে বিভিন্ন জ্যোতিষ্কের গতির পরিবর্তন হবে কোন রাশির জাতকদের এর ফলে প্রবল সৌভাগ্যের সম্ভাবনা আছে  তা জেনে নিন আমাদের এই আর্টিকেলটি থেকে। 

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মহাকাশের সমস্ত গ্রহ এবং নক্ষত্র নির্দিষ্ট তিথিতে নিজেদের স্থান পরিবর্তন করে এই জুন মাসে রথযাত্রা সময় বেশ কয়েকটি গ্রহ নক্ষত্র তাদের স্থান পরিবর্তন করতে চলেছে। জ্যোতিষ মতে এই সমস্ত গ্রহগুলি স্থান পরিবর্তন এর ফলে এই সমস্ত গ্রহের রাশির যারা জাতক বা জাতিকা হন  তাদের ওপর বিশেষ প্রভাব পড়ে। 

সূর্যকে বলা হয় সৌরজগতের রাজা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই সূর্য যদি স্থান পরিবর্তন করে তাহলে তার প্রভাব পড়ে সমস্ত রাশির উপর। গণনা অনুযায়ী ১৫ই জুন সূর্য বুধ রাশিতে ও মিথুন রাশিতে প্রবেশ করেছে। এই দিন সকাল ৬:১৭ মিনিটে প্রায় সূর্য মিথুন রাশিতে প্রবেশ করেছে। তাই রথযাত্রা আগে এই সমস্ত জ্যোতিষ্কের গতির কারণে কি শুভ প্রভাব আসতে চলেছে তা জেনে নেওয়া দরকার। নিম্নলিখিত অংশে সেই কথাই বলা হলো-


কন্যা রাশি : যারা কন্যা রাশির জাতক বা জাতিকা আছেন তাদের ভাগ্য ফিরে আসতে পারে এই সময় পরিবারে বাড়তে পারে সুখ, শিক্ষা ক্ষেত্রে ও চাকরি ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা আছে। এছাড়াও আয় এবং রোজগার বাড়ার সম্ভাবনাও লক্ষণীয়


কর্কট রাশি : মিথুন রাশিতে সূর্যের অবস্থানের কারণে কর্কট রাশির শুভ যোগ তৈরি হয়েছে। কর্কট রাশি যে সমস্ত জাতক জাতিকারা আছেন তারা কিন্তু এই সময় অতীব শুভ ফলের আশা করতে পারেন ব্যবসায় উন্নতি এছাড়াও প্রচুর পরিমাণে অর্থ লাভের সম্ভাবনা পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে।


সিংহ রাশি:  এই রাশির অধিপতি সূর্য তাই এরকম পরিস্থিতিতে যে কোন জ্যোতিষ্ক যদি এই সূর্যের উপর দিয়ে যায় তা এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে লাভবান হতে চলেছে। এই রাশির জাতক জাতিকারা এই সময় প্রেমের দিক থেকে শুভ ফল পেতে পারেন, এছাড়াও সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝা করার উন্নতি হতে পারে। এছাড়াও আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ রাশি: এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এরকম গ্রহের অবস্থান হতে চলেছে শুভ এইখানে আপনারা নিজেদের ভাগ্য ফিরে পেতে পারেন এছাড়াও পরিবারের সুখ সমৃদ্ধিবৃদ্ধির সম্ভাবনা এবং আয় উন্নতির সম্ভাবনা আছে।


এই ছিল আজকের চারটি আশি যারা শুভ ফল পেতে পারে তাদের বিষয়ে। এই ফলাফলটি যথাযথভাবে গণনা করার পর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তাই এটি কে আপনার আত্মীয় পরিজন ও বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাইকে আগাম রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা।


Post a Comment

0 Comments