বিশদে জানুন

6/recent/ticker-posts

Achmon Korar Montro O Niyom-আচমন করার মন্ত্র ও নিয়ম -PDB

 

Achmon korar niyom o montro



দুই পা এবং দুই হাত ধুইয়া, হস্তে মাষপরিমাণ জল লইয়া তাহা দর্শন করতঃ তিনবার পান করিবে, পরে হাত ধুইয়া ফেলিয়া মস্তকে ও পদে জলের ছিটা দিবে, দক্ষিণ হস্তের বাঁকান অঙ্গুষ্ঠমূল দ্বারা দুইবার মুখ মার্জ্জন করিবে। অনন্তর অঙ্গুষ্ঠ, তর্জ্জনী ও মধ্যমা এই তিন অঙ্গুলি মিলিত করিয়া মুখ স্পর্শ করিবে, অঙ্গুষ্ঠ ও তর্জ্জনীর দ্বারা নাসিকা স্পর্শ করিয়া, তৎপরে অঙ্গুষ্ঠ এবং অনামিকা অঙ্গুলি দ্বারা চক্ষুদ্বয় ও তৎপরে কর্ণদ্বয় পুনঃ পুনঃ স্পৰ্শ করিবে। তৎপরে অঙ্গুষ্ঠ ও কনিষ্ঠাঙ্গুলি মিলনে নাভিদেশ এবং হস্ততল দ্বারা হৃদয় স্পর্শ করিবে, পরে সমস্ত অঙ্গুলি দ্বারা মস্তক এবং 'অঙ্গুলির অগ্রভাগ দ্বারা বাহুদ্বয় স্পর্শ করতঃ বিষ্ণুস্মরণপূর্ব্বক শুচি হইবে ।

অচমনের জল নেওয়ার নিয়ম ( Achmoner Jol Newar Niyom)


Achmon er somoy jol newar poddhoti


গোকর্ণাক্বতিহস্তেন মাষমগ্নং জলং পিবেৎ ।

তন্ন্যূনমধিকং বাপি পিবেচ্চেদ্রুধিরন্তু তৎ ॥


 গরুর কাণের ন্যায় হাতের তেলো করিয়া, একটী মাষকলাই ডুবিতে পারে, এতটুকু পরিমাণ জল লইয়া আচমনের সময় তাহাই পান করিবে । তিনবার তিন ততটুকু জল লইতে হয় । তাহার অধিক বা অল্প জল পান করিলে, শোণিতপানের ফল হয় ৷


অঙ্গুল্যগ্রে তীর্থং দৈবং স্বল্পাঙ্গুল্যোর্ম'লে কায়ম্ ।

মধ্যেৎঙ্গুষ্ঠাঙ্গুল্যোঃ পৈত্রং মূলে হঙ্গুষ্ঠস্য ব্রাহ্মম্ ॥ ইত্যমরঃ



সমস্ত অঙ্গুলির অগ্রভাগকে দৈবতীর্থ বলে । কনিষ্ঠা ও অনামিকার মূলদেশকে কায়তীর্থ কহে। অঙ্গুষ্ঠ ও তর্জ্জনীর মধ্যদেশকে পৈত্রতীর্থ এবং বৃদ্ধাঙ্গুলির মূলদেশকে ব্রাহ্মতীর্থ কহে । আচমন সময়ে এই ব্রাহ্মতীর্থে জল লইয়া আচমন করিতে হয় ।

বৃদ্ধাঙ্গুলিকে অঙ্গুষ্ঠ, তৎপরের অঙ্গুলিকে ক্রমে তর্জ্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা কহে।


বিষ্ণুস্মরণ মন্ত্র (Bisnuswaran Mantra)

ওঁ তদ্‌বিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ। দিবীব চক্ষুরাততম্ ॥ ওঁ বিষ্ণুঃ ওঁ বিষ্ণুঃ ওঁ বিষ্ণুঃ ।


শূদ্রাচমন ( Sudra Achmon)

অয়মেব বিধিঃ প্রোক্তঃ শূদ্রাণাং মন্ত্রবর্জ্জিতঃ ।

অমন্ত্রস্য তু শূদ্রস্য বিপ্রমন্ত্রেণ গৃহ্নতে ।


শুভ্রদিগের বেদমন্ত্রে অধিকার নাই। বিপ্র ভিন্ন কাহারও বেদমন্ত্রে অধিকার নাই। স্ত্রীলোকদিগের বেদমন্ত্রে অধিকার নাই, এই বিধি হইতেছে, অতএব স্ত্রী ও শূদ্র প্রণব (ওঁ) স্বাহা স্বধা প্রভৃতি বেদোক্ত মন্ত্র উচ্চারণ করিবে না ; ব্রাহ্মণ পাঠ করিবে, কার্য্যবিশেষে শূদ্রাদি কেবল মন্ত্র শ্রবণ করিবে । কাৰ্য্য বিশেষে পৌরাণিক মন্ত্রপাঠে স্ত্রী ও শূদ্রগণের অধিকার আছে ।

স্ত্রী ও শূদ্রের আচমনে দৈবতীর্থ দ্বারা—অর্থাৎ সমস্ত অঙ্গুলির অগ্রভাগ দ্বারা ওঠে জলের ছিটা দিয়া “নমো বিষ্ণুঃ নমো বিষ্ণুঃ নমো বিষ্ণুঃ ” এইরূপ বিষ্ণুস্মরণপূর্ব্বক নিম্নলিখিত পৌরাণিক মন্ত্র পাঠ করিবে, যথা— নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোঽপি বা। যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরে শুচিঃ ॥


তান্ত্রিক আচমন (Tantrik Achmon)

ওঁ আত্মতত্ত্বায় স্বাহা। ওঁ বিদ্যা তত্ত্বায় স্বাহা । ওঁ শিব- তত্ত্বায় স্বাহা ।

ক্রমে এই তিন মন্ত্রে তিনবার জল পান করিয়া আচমন করিবে।




Post a Comment

0 Comments