বিশদে জানুন

6/recent/ticker-posts

সূর্যার্ঘ্য দেবার সঠিক মন্ত্র ও সূর্য প্রণাম||Surjargha o surjo pranam-PDB

সূর্যার্ঘ্য দেবার সঠিক মন্ত্র ও সূর্য প্রণাম

 

সূর্য্যার্ঘ

কোশা বা কুশীতে জল, দূর্বা, রক্তচন্দন, জবা বা অন্য লাল বা হলুদ ফুল নিয়ে মন্ত্র পড়বে 


নমঃ বিবস্বতে ব্রহ্মণ্ ভাস্বতে বিষ্নুতেজসে। জগৎসবিত্রে শুচয়ে সবিত্রে কর্মদায়িনে। ইদমর্ঘ্যং নমঃ ভগবতে শ্রীসূর্যায় নমঃ। 

সামবেদীয় ছাড়া অন্য বেদ এর অন্তর্ভুক্ত হলে ইদমর্ঘ্যং এর পরিবর্তে 'এষঃ অর্ঘ্য' বলে সূর্যার্ঘ্য দেবে ।


সূর্যার্ঘ্য দেবার মন্ত্র পাঠ হয়ে গেলে সেই জল সামনে রাখা তাম্রকুণ্ড বা অন্য কোন পাত্রে ঢেলে দেবে। ও অতঃপর সূর্য প্রণাম করবে ।


সূর্য প্রণাম


জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্।

ধ্বান্তারিং সর্বপাপঘ্ননং প্রণতোহস্মি দিবাকরম্।।


Post a Comment

1 Comments