একটি আম্রপাত্রে অর্থাৎ কুশিতে আতপ চাল হরিতকী নিয়ে বাঁ হাতে করতলের উপর রেখে ডান হাত চাপা দিয়ে স্বস্তিবাচন মন্ত্রটি পাঠ করবেন
ওঁ কর্তব্যেহস্মিন গনেশাদি নানা ষদেবতা পূজা পূর্বক অমুক দেবতা পূজাকর্মনি ওঁ পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু, ওঁ পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু, ওঁ পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু। ওঁ পুণ্যাহং, ওঁ পুণ্যাহং, ওঁ পুণ্যাহং ( এই সময় কিছু পরিমাণ আতপ চাল নিয়ে আতপ চাল গুলি হাতে করে নিচের দিকে তিন বারে ছুরে দেবেন )
আবার বলবেন- ওঁ কর্তব্যেহস্মিন গনেশাদি নানা ষদেবতা পূজা পূর্বক অমুক দেবতা পূজাকর্মনি ওঁ স্বস্তি ভবন্তু ব্রুবন্তু, ওঁ স্বস্তি ভবন্তু ব্রুবন্তু, ওঁ স্বস্তি ভবন্তু ব্রুবন্তু। ওঁ স্বস্তি, ওঁ স্বস্তি, ওঁ স্বস্তি। ( এই সময় কিছু পরিমাণ আতপ চাল নিয়ে আতপ চাল গুলি হাতে করে নিচের দিকে তিন বারে ছুরে দেবেন )আবার বলবেন- ওঁ কর্তব্যেহস্মিন গনেশাদি নানা ষদেবতা পূজা পূর্বক অমুক দেবতা পূজাকর্মনি ওঁ ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু, ওঁ ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু, ওঁ ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু, ওঁ ঋদ্ধতাম, ওঁ ঋদ্ধতাম, ওঁ ঋদ্ধতাম। ( এই সময় কিছু পরিমাণ আতপ চাল নিয়ে আতপ চাল গুলি হাতে করে নিচের দিকে তিন বারে ছুরে দেবেন )
0 Comments