সঙ্কল্প:
সঙ্কল্প করার জন্য পূজক উত্তর মুখে হাটু দুটো জোড়া করে বসে ভূমিসংলগ্ন অবস্থায় কুশ তিল ফল পুষ্পসহ তাম্রপাত্র ধারণ করে বলবে
ওঁ বিষ্ণু ওঁ তৎসদস্য অমুক মাসি অমুখ পক্ষে অমুক তীথৌ অমুক গোত্রঃ শ্রী অমুক দেবশর্মা কতৃক , অমুক গোত্রঃ শ্রী অমুক ( ব্রাহ্মণ পুরুষ হলে দেবশর্মা ব্রাহ্মণ নারী হলে দেবী এবং অব্রাহ্মণ পুরুষ হলে দাসস্য ব্রাহ্মণ নারী হলে দাসী বলতে হবে।) জীববদেতৎ-স্থূলশরীরা-বিরোধেন সর্বা-পচ্ছান্তি-পূর্বক গনপত্যাদি নানা দেবতা পূজাপূর্বক সর্বপ্রিতীকামঃ অমুক দেবতা পূজা কর্মাহাং করিষ্যে।
এরপর যার যেরকম গোত্র সেই অনুযায়ী সংকল্ল্পসুক্ত পাঠ করিবে
সামবেদীয় সঙ্কল্পসুক্ত -
ওঁ দিবো বো দ্রবিণোদা পূর্ণাং বিবষ্টা-সিচম্। উদ্বা সিঞ্চধ্ব মূপ বা পৃণধ্বমাদিদ্বো দেব ওহতে। ওঁ সঙ্কল্পিতার্থস্য সিদ্ধিমস্তু।
ঝকবেদীয় সঙ্কল্পসুক্ত -
ওঁ যা গুংগূর্যা সিনীবালী যা রাকা যা সরস্বতী। ইন্দ্রাণী-মাধব উতয়ে বরুণানীং স্বস্তয়ে
যজর্বেদীয় সঙ্কল্পসুক্ত-
ওঁ যজ্জাগ্রতো দূরমুদেতি দৈবং তদু সুপ্তস্য তথৈবৈতি। দুরংগমং জ্যোতিষাং জ্যোতিরেকং, তন্মে মনঃ শিব-সঙ্কল্প মস্তু।
সঙ্কল্প ও সংকল্ল্পসুক্ত পাঠ করা হয়ে গেলে পরবর্তী অংশে যাবে।
0 Comments