বরণ
বরণ করার জন্য যজমান ও ব্রাহ্মণ উত্তরমুখী হয়ে আসনে বসবেন অত:পর
হাতজোড় করে,
যজমান বলবে- ওঁ সাধু ভবনাস্তাম
ব্রাহ্মণ বলবে- ওঁ সাধ্বহমাসে।
যজমান বলবে- ওঁ অর্চয়িষ্যাম ভবন্তম।
ব্রাহ্মণ বলবে- ওঁ অর্চয়।
এরপর যজমান পুষ্প গন্ধ মারল বস্ত্র আসন অঙ্গুরীয়ক তম্বুলাদি ব্রাহ্মণের হাতে দেবেন । এরপর যজমান নিজের ডান হাতে দূর্বা, পুষ্প ও আতপতন্ডুল নিয়ে ব্রাহ্মণের ডান দিকের হাঁটুর উপর হাত রেখে পাঠ করবেন -
" অদ্যেতাদি মৎসকল্পিত অমুককর্ম করণায় অমুক(ব্রাহ্মণ পুরুষ হলে দেবশর্মা ব্রাহ্মণ নারী হলে দেবী এবং অব্রাহ্মণ পুরুষ হলে দাসস্য ব্রাহ্মণ নারী হলে দাসী বলতে হবে।) গন্ধা-দিভির-ভ্যর্চ্য ভবন্ত-মহংবৃণে।
ব্রাহ্মণ বলবে- ওঁ বৃতোহস্মি।
যজমান বলবে- ওঁ যথাবিহিতং অমুক কর্ম কুরু।
ব্রাহ্মণ বলবে- ওঁ যথাজ্ঞানং করবামি।
"অমুককর্মকরণায়" এর জায়গায় ব্রহ্মকর্মকরণায়, হোমাদিকর্মকরণায়, আচার্যকর্মকরণায, সদস্যকর্মকরণায়" ইত্যাদি বলতে হয়।
0 Comments